শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরের হান্ডিয়ালে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

হান্ডিয়াল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ আসর হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন, হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক মোঃ ছহির উদ্দিন স্বপন।

জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।

এ সময় হান্ডিয়াল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজা অনুষ্ঠান সঞ্চালনা করেন- হান্ডিয়াল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকিরুল ইসলাম।
জানাজা নামাজে ইমামতি করেন মাওঃ মোঃ ছাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর