পাবনার ঈশ্বরদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বিএনপির চেয়ারপার্সন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার সময় ঈশ্বরদী পৌর শাখার ৭নং ওয়ার্ড আমবাগান এলাকায় ঐতিহাসিক গোলঘর যুবদলের অফিসে ৭নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মোঃ জহুরুল ইসলাম জুঁই এর উদ্যোগে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আগে আলোচনায় জহুরুল ইসলাম জুঁই বলেন, বিএনপি’র চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী মমতাময়ী “মা” খালেদা জিয়া এদেশের মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ‘আপোষহীন নেত্রী’ হিসেবে সুপরিচিত ছিলেন। জেলা যুবদলের সাবেক সদস্য আতিকুর রহমান তাঁরা বলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল সততা, নীতি, দায়িত্ববোধ ও জনকল্যাণের প্রতি অটল অঙ্গীকারের প্রতিফলন। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন এবং দৃঢ়তার সঙ্গে দেশের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। এ সময় দোয়ার মাহফিলের আগে ইনামুল হক জসিম শেখ কান্নাকন্ঠে বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় খালেদা জিয়া সর্বদা দেশের ঐক্য, সম্প্রীতি ও অগ্রগতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। রাজনৈতিক অস্থিরতার সময়ে তাঁর প্রজ্ঞাময় নেতৃত্ব নানা সংকট উত্তরণে পথনির্দেশ করেছে। দেশ ও জনগণের প্রতি তাঁর নিবেদিতপ্রাণ সেবার কারণে তিনি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন এবং ভবিষ্যতেও স্মরণীয় হয়ে থাকবেন। উক্ত কোরআন খতম ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড যুবদলের নেতা মোঃ মনির হোসেন, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক নেতা মোঃ কাওছার মাহমুদ চঞ্চল ব্যাপারী, যুবদল নেতা মোঃ সুমন প্রামানিক, মোঃ কামাল হোসেন, যুবদল নেতা মোঃ জুয়েল হোসেন, মোঃ জনি শেখ, ৭নং ওয়ার্ড যুবদলের নেতা মোঃ সুমন হোসেন, মোঃ মামুন শেখসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন ঈশ্বরদী সিদ্দিকিয়া কওমিয়া জামে মসজিদের মাওলানা আব্দুর রহমান।