কে,এম আল আমিন :
আজ ২২ আগস্ট শনিবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মোকন্দগাতী বাজারের বাস স্ট্যান্ডে গণপরিবহনে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিন শীল। পেশকার হাফিজ উদ্দিন এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ। জনসাধারণ স্বাস্হ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে না চলায়, রাস্তায় গণপরিবহনে অবৈধ পার্কিং করার কারণে এই মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং জনসাধারণ ও গণপরিবহনের ড্রাইভারদেরকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।