বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

ই-পেপার

বেনাপোলে তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা র‍্যালি

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ

তারেক রহমানের আগমন উপলক্ষে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে আনন্দ মিছিল করেন ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে বেনাপোল বন্দর এলাকায় মিছিলটি শুরু হয়। আনন্দ মিছিলে অংশগ্রহণকারী শ্রমিকরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন বহন করেন। এতে শত শত স্থল বন্দর শ্রমিকের অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ ও মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী (ডাক্তার), কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেমসহ কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান, মোঃ ইছাহক, মোঃ জুলু, লিংকন এবং লেবার সরদার মোঃ হাসেম আলী।
এছাড়াও ইউনিয়নের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ র‍্যালিতে অংশ নেন।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতে এবং দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর