ভরা মৌসুমে সার সংকটের হাহাকার, কৃষি মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্ত ও দেশ ট্রেডিংয়ের ব্যর্থতায় চাষাবাদ ঝুঁকিতে।
কৃষি মন্ত্রণালয়ের কতিপয় অসাধূ কর্মকর্তাদের গোপন কারসাজিতে যথাসময়ে সার আমদানির অনুমতি না দেয়ায় এবং বিশেষ উদ্দেশ্যে অনভিজ্ঞ একটি প্রতিষ্ঠানকে অধিক পরিমাণ সার আমদানির অনুমতি দেয়ার খেসারত গুনছে দেশের প্রত্যন্ত অঞ্চলের লাখ লাখ কৃষক। সার আমদানিতে একটি প্রতিষ্ঠানকে প্রাধান্যদিতে সউদ্দেশ্যমূলকভাবে সময়ক্ষেপন করায় এবং যথাসময়ে কৃষকদের কাছে সার পৌঁছাতে ব্যার্থতার পরিচয় দেয়ায় সার সংকট চরম আকার ধারন করেছে। ফলে বিপাকে পড়েছে দেশের কৃষককূল। হুমকিতে পড়েছে চাষাবাদ। বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনসহ সার সংশ্লিষ্ঠ বিভিন্ন সংগঠনের নানা আন্দোলন কর্মসূচির পরও কৃষি মন্ত্রণালয় তাদের খাম খেয়ালি সিদ্ধান্ত বাস্তবায়ন করায় দেশের বাজারে এখন ভরা মৌসুমে সারের আকাল দেখা দিয়েছে। বিপুল পরিমাণ সার আমদানি হলেও অনভিজ্ঞ আমদানিকারক প্রতিষ্ঠান দেশ ট্রেডিংয়ের যথাসময়ে পর্যাপ্ত সার দেশের বিভিন্ন প্রান্তের ডিলারদের কাছে সরবরাহে ব্যার্থতার কারনেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ডিলার ও সার সংশ্লিষ্ট সংগঠনগুলো দাবি করেছে। যদিও কৃষি মন্ত্রণালয় নিজেদের খামখেয়ালিপনার দায় এড়াতে আমদানিকারক প্রতিষ্ঠান দেশ ট্রেডিংকে নাম মাত্র সতর্কতামূলক চিঠি দিয়ে আইওয়াশ করার চেষ্টা করেছে বলে অভিযোগ। জানাগেছে. ফসল উৎপাদনের ভরা মৌসুমে দেশজুড়ে ভয়াবহ সার সংকট তৈরি হয়েছে। নির্ধারিত সময় ও মূল্যে সার সরবরাহে চরম ব্যর্থতার অভিযোগ উঠেছে কৃষি মন্ত্রণালয় ও বে সরকারী আমদানীকার প্রতিষ্ঠান দেশ ট্রেডিং কর্পোরেশনের (ডিটিসি) বিরুদ্ধে। এর সরাসরি ভুক্তভোগী হচ্ছেন মাঠপর্যায়ের কৃষকরা, যাদের উৎপাদন এখন অনিশ্চয়তার মুখে। এ সংকটের বাস্তব চিত্র উঠে এসেছে উপজেলা কৃষি অফিসার, অভয়নগর, যশোর কর্তৃক পাঠানো এক সরকারি চিঠিতে। স্মারক নং ১২.০১.৪১০৮.০০০.০৭১.১৬.০০৮.২৫.
উল্লেখ্য, বিগত বছর গুলোতে সার আমদানি যথাযথ সময়ের তিন মাস অতিক্রম হওয়ার পর বিশেষ সুবিধায় একটি মাত্র প্রতিষ্ঠানকে বাড়তি সুবিধা দিতে কৃষি মন্ত্রণালয়ের কতিপয় অসাধূ কর্মকর্তা খামখেয়ালিভাবে কালক্ষেপন করে। এনিয়ে বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন, সার ডিলার এ্যাসোসিয়েশনসহ সার সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন রাজধানী ঢাকাসহ যশোর, নওয়াপাড়াসহ বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন ও কর্মসূচির মাধ্যমে সরকারসহ কৃষি মন্ত্রণালয়কে সতর্ক করে। কিন্তু কৃষি মন্ত্রণালয় সেসব দাবি থোড়াই কেয়ার করে অনভিজ্ঞ দেশ ট্রেডিংকে এককভাবে বাড়তি সুবিধা দিতে সময়ক্ষেপন করে সার আমদানি ও সরবরাহের অনুমতি দেয়। কৃষি বিশেষজ্ঞরা মনে করেন স্বাধীনতার পর কৃষি মন্ত্রনালয়ে এত অদক্ষতা ও দূর্নীতি হয়নি কখনো।