সিরাজগঞ্জের সলঙ্গা থানার জগজীবনপুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের ওপর হুমকি-ধামকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চৌবিলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী সিনিয়র শিক্ষক মোঃ আলতাব হোসেন (৭১) এবং তার ছোট ভাই মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল আজিজ বৃহস্পতিবার সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, দুই ভাই দীর্ঘদিন ধরে ক্রয়সূত্রে ও অংশসূত্রে প্রাপ্ত তফশিলভুক্ত জমি ভোগদখল করে আসছেন এবং নিয়মিত খাজনাও পরিশোধ করছেন। পারিবারিকভাবে সমাধানের বহু প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবং বারবার হুমকির মুখে পড়ে তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি মোঃ আবু তালেবের মেয়ে জামাই মোঃ জহির উদ্দিনের প্ররোচনায় জমিটি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালাচ্ছেন তাদের চাচাতো ভাইরা—
মোঃ বিশু সরকার (৬০), মোঃ আবু তালেব (৫৫), মোঃ রফিকুল ইসলাম (৪০), মোঃ মোক্তার হোসেন (৩৮) ও মোঃ গোলবার হোসেন (৩৬)। তারা মৃত শুকুর আলী সরকারের সন্তান।
গত ১১ ডিসেম্বর সকাল ৯টার দিকে জগজীবনপুর বাজারে খোকনের মনোহারি দোকানের সামনে অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন,
যেকোনো সময় জমি দখল করব, বাধা দিলে পরিণাম ভালো হবে না।”
ঘটনাটি প্রত্যক্ষ করেন মোঃ বেলাল হোসেন (৫৫) ও মোঃ শহিদুল ইসলাম (৪৫)। বাদির ছোট ভাই মোঃ আব্দুল আজিজও ঘটনাটি নিশ্চিত করেন। অভিযোগে উল্লেখ রয়েছে, বাজারে উপস্থিত আরও কয়েকজন ব্যক্তি হুমকির বিষয়টি শুনেছেন।
জমির তফসিল, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার, জগজীবনপুর মৌজা, জেএল নং: ৩৭
খতিয়ান নং: ২৪৫ দাগ নং: ৬৯, ৫৭ ও ২১
মোট জমি: ৭২ শতক
ভুক্তভোগী দুই অবসরপ্রাপ্ত শিক্ষক অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে সলঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই মাঈনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সঙ্গেই কথা বলেছি। জমি জমা বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে। তাই এ নিয়ে কেউ যেন কোনো ধরনের আইন-শৃঙ্খলা ভঙ্গ না করেন সেটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। আদালত থেকে যে পক্ষ রায় পাবে, আইন অনুযায়ী সেই পক্ষই জমির দখলে যেতে পারবেন। আমরা চাই, বিষয়টি শান্তিপূর্ণ ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হোক।