সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ. এম. খোদাদাদ হোসেন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সহকারি কমিশনার ভূমি মোঃ হাসিবুর রহমানের সঞ্চালনা এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মোঃ হেকমত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম জাহিদ তালুকদার, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত ইউএনও চৌহালী উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সকলের—বিশেষ করে সাংবাদিকদের—সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। যাতে করে এখান থেকে অন্যত্র চলে যাওয়ার পরও এলাকাবাসী আমাকে মনে রাখেন।”
তিনি আরও বলেন,“আমি চৌহালীকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে চাই। আর তাই সমাজের দর্পণ সাংবাদিকদের সার্বিক সহযোগিতা আমার একান্ত প্রয়োজন।”
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক বিষয় তুলে ধরে নবাগত ইউএনও’র সাথে আলোচনা করেন। পুরো সভাজুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও উন্নয়নচিন্তার প্রাণবন্ত আলোচনা।