বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

ই-পেপার

মাওলানা রফিকুল ইসলাম খান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাওলানা রফিকুল ইসলাম খান ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর)  বিকেলে নলসোন্দা রক্ত শপথ যুব সংসদ কতৃক আয়োজিত  উল্লাপাড়ার নলসোন্দা ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও  রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।
মাওলানা রফিকুল ইসলাম খান জানান, খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। খেলাটি জাতীয় মানে হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি।  পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে যুবকদের সাথে নিয়ে এ খেলার আয়োজন করবো।
ফুটবল টুর্নামেন্টে   উপজেলা কানসোনা  হাবিব ফুটবল একাডেমি   দল ২-০ গোলে  মেহেদী এগ্রো ফুটবল ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয় ৬৫ হাজার টাকা ও  পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয় ৪৫ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, সলপ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফজলুল হক, সলপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর