বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

ই-পেপার

অযত্নে–অবহেলায় হরিপুর শিশুপার্কের বেহাল দশা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ
oppo_2

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শিশুপার্কে প্রশাসনের নজরদারি না থাকায় মাদক সেবীদের আড্ডা ও গোচারণ ভূমিতে পরিণত হয়ে বেহাল দশা হয়ে পড়েছে উপজেলা প্রশাসনের শিশুপার্কটি। উপজেলা সদরে থানার পাশে এর অবস্থান, স্থানীয়দের অভিযোগ এলাকায় চুরি, জুয়া ও মাদক কারবারি এবং মাদক সেবীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক দিনের ব্যবধানে হরিপুর কেন্দ্রীয় জাম্মে মসজিদের ওজুখানা থেকে দুটি পানির পাম্প চুরি হয়েছে। শিশুপার্কের চারদিকে কোনো সীমানা প্রাচীর না থাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত পার্কের মাঠে চড়ে গরু-ছাগল আর সন্ধ্যা পর্যন্ত স্থানীয়দের নিয়মিত যাতায়াত খাকলেও সন্ধ্যার পর সেখানে জমে উঠে মাদক সেবীদের আড্ডা। দীর্ঘদিন ধরে শিশুপার্ক অবকাঠামো উন্নয়ন কাজের কোনো উদ্যোগ না থাকায় জরাজীর্ণ ও বেহাল দশ্য হয়ে পড়েছে শিশুপার্কের পরিবেশ। নষ্ট হয়ে যাওয়ার পথে শিশুদের বিনোদনের সরঞ্জাম গুলি। সন্ধ্যার পর মাদক ব্যবসায়ীরা এখানে মাদক বিক্রিও শুরু করে। পার্কের পাশেই  নেই কোনো থানা পুলিশের অভিযান। জানা যায়, ২০১৬-১৭অর্থবছরে উপজেলা প্রশাসন শিশুপার্ক নির্মাণকাজ শুরু হয়। ২০১৮ সালের শেষের দিকে পার্কটি চালু হয়। এসময় প্রায় ১০ লক্ষাধিক টাকা ব্যয় করা হয় পার্কটি নির্মাণ এ।
স্থানীয়রা বলেন, পার্কটির যখন কাজ শুরু হয় তখন খুব আশান্বিত হয়েছিলাম যে, আমাদের এলাকার শিশু-কিশোরদের বিনোদনের জন্য ভালো কিছু একটা হচ্ছে। কিন্তু বর্তমানে এর পরিবেশ শিশুদের জন্য ভয়ংকর হয়ে উঠেছে। বখাটেদের উৎপারতা, মাদক সেবন, ইভটিজিং সবই চলে এখানে। এসব বন্ধ করে পার্কটি শিশুদের জন্য বিনোদনের পরিবেশ তৈরি করতে হবে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, পার্কে একাধিকবার অভিযান করে মাদকসহ আসামি ধরা হয়েছে। মাদক প্রতিরোধে আমাদের অভিযান চলমান রয়েছে। তবে আমরা এখন থেকে সেখানে আরোও তৎপরতা বাড়াবো। হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন, শিশুপার্কের বিষয়টি শুনেছি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর