বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

ই-পেপার

মানিকগঞ্জে টুকু ছিল যুবদলের প্রাণ – কাজী মুস্তাক হোসেন দিপু

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ

মানিকগঞ্জ জেলা যুবদলের প্রয়াত সভাপতি কাজী রায়হান উদ্দিন টুকুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩ নভেম্বর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা কবরস্থানে তার কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান প্রিন্স, আসিফ ইকবাল রনি, ইয়াকুব হোসেন রাজা, সিহাব সুমন, দেওয়ান মাসুদ রানা, আক্তারুজ্জামান আক্তার, আনিসুর রহমান ফরহাদ, আরিফুর রহমান রোমান, শিবালয় উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানাসহ বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত নেতারা প্রয়াত টুকুর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, কাজী রায়হান উদ্দিন টুকু ছিলেন মানিকগঞ্জের যুবদলের প্রাণ। তিনি সাহসী নেতৃত্ব ও নিবেদিত প্রয়াসের মাধ্যমে তরুণ প্রজন্মকে রাজনীতিতে অনুপ্রাণিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর