বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

ই-পেপার

বান্দরবানে পাহাড় কাটায় প্রশাসনের অভিযান ও জরিমানা

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ

বান্দরবান পৌরসভাধীন ০৮নং ওয়ার্ড হাফেজঘোনা, সাঙ্গু উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে বান্দরবান সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় করা হয়।
 রবিবার (২ নভেম্বর)  বিকালে সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানে মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মারুফা সুলতানা খান হীরামণি।
এসময় প্রসিকিউশন প্রদান করেন মোহাম্মদ নুর উদ্দিন, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা।
উক্ত  মোবাইল কোর্টে মোঃ ইয়াসিন (৩২) কে পাহাড় কর্তনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(খ) লংঘনের দায়ে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করার পাশাপাশি সতর্ক করা হয়।
 অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন বান্দরবান উপজেলা পুলিশ প্রশাসন। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ  থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর