যশোরের অভয়নগরে গড়াই গাড়ি চাপায় আব্দুর রহিম বিশ্বাস(৬৫) নামের একজন ইজিবাইক চালক নিহত হয়েছে ইজিবাইকে থাকা রহিমা বেগম নামের একজন যাত্রী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা আনুঃ সাড়ে ৬ টার সময় উপজেলার যশোর-খুলনা মহাসড়কের তালতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নওয়াপাড়া থেকে যাত্রী নিয়ে ইজিবাইক চালক খুলনা ফুলতলা উদ্দেশ্য রওনা হলে খুলনা থেকে ছেড়ে আসা বেপরোয়া গড়াই পরিবহন বাস ঘটনা স্থানে এসে ইজিবাইকটাকে চাপা দিলে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক আব্দুর রহিম বিশ্বাস কে মৃত ঘোষণা করেন। অপরদিকে ইজিবাইকের যাত্রী রহিমা বেগম আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। নিহত আব্দুর রহিম ফুলতলা উপজেলার দামোদার ইউনিয়নের গাড়াখোলা গ্রামের মৃত ইসমাইল বিশ্বাসের ছেলে। এবিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ফজলুল করিম জানান, ঘটনা স্থানে লোক পাঠানো হয়েছে, গাড়ি আটকসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।