শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুর সাবেক মন্ত্রীর ব্যাপক গণসংযোগ ও পথসভা  অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১১:২৫ অপরাহ্ণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য নুর মোহাম্মদ খান পথসভা ও গণসংযোগ করেছেন। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান দিনের সাথে পাল্লা দিয়ে পথসভা ও গনসংযোগ চালিয়ে দুটি উপজেলায় একক আদিপত্ত বিস্তর করে যাচ্ছে। তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফার লিফলেট বিতরণ করে প্রচার-প্রচারনায় এগিয়ে যাচ্ছেন। তিনি তিন-তিন বার বাংলাদেশের সফল মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি নাগরপুর দেলদুয়ার উপজেলার প্রতিটি অঞ্চলে বয়োবৃদ্ধ ও বর্তমান প্রজম্মের ভোটারদের নিয়ে নির্বাচনী মাঠ গরম করে চলেছেন। বিএনপির এ হেভিওয়েট নেতার দিনদিন জনপ্রিয়তা বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে তিনি একক আদিপত্ত বিরাজ করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করবে বলে দুটি উপজেলার সাধারণ জনতার বিশ্বাস। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গনসংযোগ ও পথসভা করেন। তিনি নাগরপুর উপজেলার নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে গনসংযোগ কার্যক্রম শুরু করেন। এর পর বিভিন্ন স্থানে পথসভা ও গনসংযোগ করে দেলদুয়ার উপজেলায় পাথরাইল বাজারে পথসভার মাধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ করে। এসময় দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান (চাঁনখা), নাগরপুর উপজেলা বিএনপির সহ সাধারন সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর, সদস্য আশিকুর রহমান নিশাত, নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বাবুল, সমাজসেবক আব্দুল মুহিত ইমাম, মন্জুর মোর্শদ হুরমুজ, সাবেক মন্ত্রীর কন্যা ব্যারিষ্টার নূসরাত খান ,নিশাদ খানসহ নেতাকর্মীর উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর