টাঙ্গাইল শহরের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও জেলা আমীর, নির্যাতিত জননেতা আহসান হাবিব মাসুদ। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশে ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সাংগঠনিক সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল শহর আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, শহর সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম, ১৮ নম্বর ওয়ার্ড আমীর মোঃ জহির উদ্দিন বাবর এবং ২ নম্বর ওয়ার্ড আমীর মোঃ শামসুল হক। তারা সবাই আসন্ন নির্বাচনে সংগঠনের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রস্তুতি জোরদারের আহ্বান জানান।
সভাপতিত্ব করেন শহর নায়েবে আমীর ও ১ নম্বর ওয়ার্ড আমীর খন্দকার মোঃ আব্দুর রহীম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক শক্তিকে আরো মজবুত করে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনায় উপস্থিত সবাই নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ, সংগঠনের করণীয় এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভাটি প্রাণবন্ত ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।