শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভূয়া মুক্তিযোদ্ধাদের আত্মসমর্পণের আহবান,নইলে দুটি মামলার হুশিয়ারি-কালিগঞ্জে ৯নং সেক্টরের উপ-অধিনায়ক লামা-চকরিয়া সড়কে মর্মান্তিক দূর্ঘটনায় চালক নিহত আটোয়ারীর প্রতিবন্ধী আখতারুল হাসান মানবেতর জীবনযাপন করছে দ্রুত অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আটোয়ারীতে ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ ঈশ্বরদীতে চাল মিলের বর্জ্য পানিতে ৪৫টি পরিবার অবরুদ্ধ  গোপালপুরে গণসংযোগে শাকিল উজ্জামান: “দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই” সাতক্ষীরায় আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ করে মশাল মিছিল

অভিভাবকহীন অভয়নগর উপজেলা পরিষদ, সেবা পেতে সাধারণ মানুষ বিড়ম্বনার শিকার

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ

অভিভাবকহীন যশোরের অভয়নগর উপজেলা পরিষদ, বিড়ম্বনার শিকার হচ্ছে সাধারণ জনতা। জানা গেছে, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল সরকারি আদেশে গত ১১ সেপ্টেম্বর  বদলি হয়ে চলে যাওয়ার পর, রীতিমতো দীর্ঘ ১ মাসের বেশি সময়, উপজেলা প্রশাসন অভিভাবকহীন হয়ে পড়েছে। যে কারণে উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষ সেবাগ্রহীতারা সেবা নিতে এসে বিভিন্ন বিড়ম্বনার শিকার হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও চলে যাওয়ার পর দায়িত্ব পড়ে সহকারী কমিশনার( ভূমি) আব্দুল্লাহ আল ফারুকীর উপর কিন্তু তিনি একক ভাবে নওয়াপাড়া পৌরসভা, উপজেলা ভূমি কার্যালয়সহ উপজেলা প্রশাসনের সকল দায়িত্ব পালন করা একজন ব্যক্তিদ্বারা সম্ভব হচ্ছেনা। যে কারনে তিনটি প্রশাসনিক কর্মস্থলে শত-শত মানুষ সঠিক সময় সঠিক ভাবে সেবা পাচ্ছে না। অনেকে বিভিন্ন সেবা পেতে এসে সেবা না পেয়ে ফিরে চলে যাচ্ছে। অনেকে হচ্ছেন বিভিন্ন হয়রানির শিকার। এব্যাপারে একাধিক কর্মকর্তারা জানান, দীর্ঘদিন নির্বাহী কর্মকর্তা ইউএনও উপজেলা পরিষদে যোগদান না করায় একা এসিল্যান্ড স্যারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। যে জন্য অনেকে হয়রানির শিকার হচ্ছে,  আমরা যার যার স্থান থেকে মানুষের সঠিক সেবা দেওয়ার চেষ্টা করছি। সরেজমিনে নওয়াপাড়া পৌরসভায় গিয়ে দেখা সেবাপ্রাথী ইসমাইলের মা জানান, তিনঘণ্টা বসে আছি এখনো জন্ম নিবন্ধনের কোন সমাধান হয়নি। এবিষয়ে পৌরসভার কর্মকর্তা

রাজু আহম্মেদ বলেন ১মাসের উপর ইউএনও স্যার না থাকায় বেতন বন্ধ আমরা খুব ঝামেলায় আছি। এই বিষয়ে আপনারা কিছু লিখালিখি করেন। এবিষয়ে নওয়াপাড়া পৌরসভার সচিব মোঃ সাইফুল ইসলাম বলেন, প্রশাসনিক জঠিলতা হচ্ছে

ইউএনও স্যার না থাকায় বেতন দিতে পারছিনা বিভিন্ন জঠিলতায় ভুগছি আমরা

কাজেও অনেক সমস্যা হচ্ছে জন্ম নিবন্ধন দিতেও সমস্যা হচ্ছে। নাগরিক সনদ নিয়েও অনেক সমস্যা হচ্ছে। তথ্য অনুসন্ধানে জানা যায়, অভিভাবকহীন উপজেলা পরিষদ থাকায় উপজেলা পরিষদের অনেক কর্মকর্তারা অনিয়ম করছে, সঠিক সময় অফিসে আসেনা, দায়িত্ব পালনে অনেক কর্মকর্তারা খেয়াল খুশিমত অফিস করছেন। ফলে এভাবে চলতে থাকলে অচিরেই ভেঙে পড়বে প্রশাসনিক অবকাঠামো কাজ। অন্যদিকে সহকারী কমিশনারের রিতিমত হিমশিম খেতে হচ্ছে, কখনো নওয়াপাড়া পৌরসভা, কখনো উপজেলা পরিষদ, আবার কখনো নিজ কর্মস্থলে যেতে যেতে দিন শেষ হয়ে যায়। ফলে অভয়নগর উপজেলার বিভিন্ন অঞ্চলে অনিয়মে ভরপুর হয়ে পড়ছে, দীর্ঘদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে না। বাজার মনিটরিং করা হচ্ছে না। যে কারণে উপজেলার অসাধু ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। অসাধু মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে বর্তমান অভয়নগরের নওয়াপাড়া বাজার। সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা গেছে, নওয়াপাড়া বাজারে দীর্ঘদিন প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ায়, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট নিজেদের মতো করে খেয়ালখুশি মতো জিনিসপত্রে দাম বাড়িয়ে দিয়ে উপজেলার সাধারণ মানুষদের করছে নাজেহাল। সাধারণ মানুষ রীতিমত বিব্রতকর অবস্থায় পড়ে বোবা কান্না করছে কিন্তু বিচার কোথাও পাওয়া যাচ্ছেনা। এবিষয়ে অভয়নগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল ফারুকীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি। যে কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর