শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

বাগেরহাটের সাংবাদিক এ.এস.এম. হায়াত উদ্দীনকে কুপিয়ে হ*ত্যা*র প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি: 
আপডেট সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ
oplus_0

বাগেরহাটের সাংবাদিক এ.এস.এম. হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
আজ শনিবার (১১ অক্টোবর) সাতক্ষীরা শহরের নিউমার্কেটস্থ শহীদ স. ম. আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও অংশ নেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসসের সাতক্ষীরা প্রতিনিধি মো. আসাদুজ্জামান, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দেশ সংযোগের ফরিদ আহমেদ ময়না, আমার বার্তার কাজী নাসির উদ্দীন, একাত্তর টিভির বরুণ ব্যানার্জি, এখন টিভির আহসান রাজীব, ডিবিসি নিউজের এম. বেলাল হোসাইন, যমুনা টিভির আকরামুল ইসলাম, মাই টিভির ফয়জুল হক বাবু, মানবজমিনের এস. এম. বিপ্লব হোসাইন, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, ঢাকার ডাকের তৌফিকুজ্জামান লিটু, বাংলাট্রিবিউন ও খুলনা গেজেটের আসাদুজ্জামান সরদার, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল,প্রতিদিনের কাগজের এম ইদ্রিস আলী, কালবেলার হাবিবুল বাশার ফরহাদ, সমকালের কিশোর কুমার, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, সমাজের কথার সিরাজুল ইসলাম, সংবাদ প্রকাশের রিজাউল করিম প্রমুখ।
বক্তারা বলেন, রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সারাদেশে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এভাবে একটি দেশ চলতে পারে না। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারোরই যেন কোনো দায়িত্ববোধ নেই।
তারা আরও বলেন, বিভিন্ন সময়ে সাতক্ষীরা, খুলনা, যশোর ও বাগেরহাটের একাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে, হামলার ঘটনাও ঘটেছে। কিন্তু কোনোটিরই বিচার হয়নি।
বক্তারা সাংবাদিক এ.এস.এম. হায়াত উদ্দীনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর