কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জনপ্রিয় অনলাইন ফেসবুক গ্রুপ ‘ভয়েস অব পাকুন্দিয়া’র উদ্যোগে চার শতাধিক তরুণ-যুবকের অংশগ্রহণে ‘ফ্রি প্যালেস্টাইন’ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
পদযাত্রাটি শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে কিশোরগঞ্জ–ঢাকা মহাসড়কের চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
এস.এম রায়হান বলেন, “ফিলিস্তিন শুধু কোনো দেশের নাম নয়, এটি ন্যায়ের লড়াইয়ের প্রতীক। নিরস্ত্র মানুষদের ওপর আগ্রাসন চালিয়ে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আমরা পাকুন্দিয়ার তরুণরা এই পদযাত্রার মাধ্যমে জানাতে চাই—মানবতার পক্ষে আমরা এক, নিপীড়নের বিপক্ষে আমরা এক। আমাদের কণ্ঠ হয়তো ছোট, কিন্তু প্রতিবাদের বার্তা থেমে থাকবে না। ফিলিস্তিনের পাশে দাঁড়ানো মানে মানবতার পাশে দাঁড়ানো।”
এই পদযাত্রায় ‘ভয়েস অব পাকুন্দিয়া’র ক্রিয়েটর ও অ্যাডমিন এস.এম রায়হান অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।