কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন এগারোসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামে বজ্রপাতে মোঃ ওয়াহিদ (১৮) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন।
মরহুমের জানাজা বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় লাউতলি হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াহিদ ছিলেন অবিবাহিত, ভদ্র ও পরিশ্রমী এক তরুণ। ২০২৩ সালে লক্ষীয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর কলেজে ভর্তি না হলেও বিদেশে যাওয়ার স্বপ্ন দেখতেন তিনি। পাসপোর্টও করেছিলেন, ভিসা পেলে বিদেশ পাড়ি জমাবেন—এই প্রত্যাশা নিয়েই দিন কাটাচ্ছিলেন। পড়াশোনার পাশাপাশি বাবার কাজে সহযোগিতা করতেন এবং গ্রামে আদর্শ ও শান্ত স্বভাবের ছেলে হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার (৮ অক্টোবর) দুপুর ২ ঘটিকার দিকে মাঠে ঘাস কাটার সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে প্রাণ বাঁচাতে ওয়াহিদ একটি আমগাছের নিচে আশ্রয় নেন। এসময় বজ্রপাতে গাছের ডাল ভেঙে পড়ে তার শরীরে আঘাত লাগে। ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওয়াহিদের মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।