বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

ই-পেপার

গুরুদাসপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২০ অপরাহ্ণ

নাটোরের গুরুদাসপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর করার অভিযোগ উঠেছে ছেলে ইসমাইল হোসেন ও আহসান হাবীবের বিরুদ্ধে। রবিবার বেলা ১১টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃগড়িলা এলাকায় অভিযুক্তদের বিচার দাবিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা।

জানা যায়, মৃত আতিকুল্লাহ মাঝির ছেলে বৃদ্ধ ইদ্রিস মাঝি (৭১) প্রায় ৯০ বিঘা সম্পত্তির মালিক। তার জমিজমা ভোগদখল করে খাচ্ছেন অভিযুক্ত দুই ছেলে। বৃদ্ধ বাবা-মাকে ঠিকমত ভরনপোষন করেন না তারা। সময়মত ওষুধ কিনেও দেয়না। বড় ছেলে ইসমাইল (৪০) লালপুর উপজেলা পোস্টমাস্টার এবং মাদকাসক্ত ছোট ছেলে আহসান হাবীব (৩২) বেকার। মূলত দুই মেয়ে নুরুন্নাহার ও শিউলী খাতুনকে বঞ্চিত করে দুই ছেলেকে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মাঝেমধ্যেই মারধর করেন তারা।
ভুক্তভোগী ইদ্রিস মাঝি বলেন,- গত শনিবার (২৭ সেপ্টেম্বর) ৫টি মহিষ বিক্রি করাকে কেন্দ্র্র করে তারা দুইভাই ও তাদের বউ মিলে আমি ও আমার স্ত্রী আতপজানকে মারধর করে। বর্তমানে আমার শ্যালক রওশন মাঝির বাড়িতে আশ্রয় নিয়েছি। তারা আমার জমিজমার ভোগ করে, অথচ ভরনপোষন দেয়না। উপরন্ত সমস্ত জমির দলিল ও বাড়ির আসবাবপত্র তারা কবজা করে নিয়েছে। এ ঘটনায় নিরাপত্তা ও বিচার দাবিতে দুই ছেলের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন ইদ্রিস মাঝি।

স্থানীয় শরিফুল ইসলাম ছকেট, গোলাম মোস্তফা, সানাউল্লাহ মাঝি, কুদরত আলী জানান, বৃদ্ধ বাবা-মাকে মারধরের প্রতিবাদ করায় আমাদেরকেও হুমকি দিচ্ছে ইসমাইল ও আহসান।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন বলেন,- এ ব্যাপারে মামলা রুজু হয়েছে। আসামীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর