গুরুদাসপুরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের স্বাগত জানাতে সোমবার সকাল দশটায় ওই কলেজ হলরুমে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাসের আয়োজন করে কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ ড. মো. একরামুল হকের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শিক্ষকগণ।
উক্ত ক্লাসে শিক্ষার্থীদের কলেজ জীবন, বিভিন্ন নিয়মকানুন ও নতুন শিক্ষা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়াসহ শিক্ষার্থীদের মধ্যে থাকা সৃজনশীলতা এবং দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন শিক্ষকরা।