মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজে ওরিয়েন্টেশন ক্লাস জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হলেন গুরুদাসপুরের শহিদুল আটোয়ারীতে লক্ষীপুর মাদরাসায় অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সংবর্ধনা, নবাগত শিক্ষক ও শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কিশোরগঞ্জ শাখার উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান আটোয়ারীর দু’টি ডিগ্রি কলেজে একাদশের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত পাকুন্দিয়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রতিষ্ঠান ও অফিস পরিদর্শনে জেলা প্রশাসক বান্দরবানে যুবককে খু*ন করে খালে ভাসালো দুর্বৃত্তরা ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্র রিয়াদের 

জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হলেন গুরুদাসপুরের শহিদুল

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর(নাটোর):
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:২২ অপরাহ্ণ

ভালো কর্ম করলে ভালো ফল মেলে। তার প্রকৃষ্ট উদাহরণ গুরুদাসপুরের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। আদর্শ ও নীতিবান এই শিক্ষক নাটোর জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়েছে। শহিদুল ইসলাম উপজেলার যোগেন্দ্রনগর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ১৯৯৩ সালে সহকারী শিক্ষক হিসেবে চাকরি জীবন শুরু করেন। ২০০০ সালের ৩ মার্চ থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন।

এ পর্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ শিক্ষাদানে অবদান রাখায় ওই শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষকের মর্যাদা লাভ করেন শহিদুল ইসলাম। চাঁচকৈড় বাজারপাড়া মহল্লায় তাঁর মাতা-পিতার নামে শাহিদা-জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। গুরুদাসপুরে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবও পরিচালনা করেন তিনি।

শহিদুল ইসলাম বলেন, তারা তিনভাই দুইবোন। ছোটভাই শাহীনুর ইসলাম আমেরিকার সফ্টওয়ার ইঞ্জিনিয়ার এবং মেজো ভাই শফিকুল ইসলাম খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তাকে জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জনাব আলী বলেন, ‘যোগ্য ব্যাক্তি শহিদুল ইসলামকে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত করায় আমরা গর্বিত। আশা করছি তিনি বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ হবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর