বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

ই-পেপার

সলঙ্গায় সবজির দাম তুঙ্গে

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৯ অপরাহ্ণ

সলঙ্গা থানা সদর কাঁচাবাজার প্রতি নিয়ত সকাল থেকেই অনেক রাত পর্যন্ত সরগরম হয়ে থাকে।সলঙ্গার আশেপাশে কর্মজীবি বা চাকরী জীবিগণ অফিস বা নৈমিত্তিক কাজে হাজিরা দেয়ার পূর্বেই সকালে কাঁচা বাজারের পালাটা শেষ করেই নিজ নিজ গন্তব্যে রওনা দেন।আবার দুরের ক্রেতারা সলঙ্গার পাইকারি বা খুচরা বাজারে সারাদিনই কাঁচামাল বা সবজি বাজারে কেনাকাটা করে থাকেন।বেশ কয়েক দিন ধরে সলঙ্গার সবজি বাজারে আগুন বরাবর দাম শুরু হয়েছে।যে কোন কাঁচামাল পণ্যে হাত দিলেই কেজি ৮০ থেকে ১০০ টাকা।এর প্রভাবে পেঁয়াজ,রশুন,আদা,বেগুন,পটল,করলা,পেঁপে ও ঢ্যাঁড়সের দাম অস্বাভাবিক হারে বেড়েই চলেছে।
বাজারে প্রতিকেজি পটল ৮০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা,বেগুন ১০০-১২০ টাকা,করলা ১০০ টাকা ও পেঁপে ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কচুর দাম কিছুটা কমেছে।আবার কাঁচা মরিচের দাম আকাশ ছোয়া।বিক্রেতারা বলছেন,অতি বৃষ্টি,বৃষ্টিতে ক্ষেতের ফসল নষ্ট, মোকামে দাম বৃদ্ধি,পরিবহন ব্যয় বৃদ্ধি ইত্যাদির কারনে সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।তাদের দাবী,আবহাওয়া অনুকুলে এলেই দাম কমে যাবে।আবার ক্রেতারা বলছেন, বাজার মনিটরিং এর অভাব,দোকানে মুল্য তালিকা না ঝুলানো, অযৌক্তিক ও মনগড়া ভাবে হঠাৎ মুল্য বৃদ্ধির কারনেই সবজির বাজারে আগুন।বাজারে প্রায় প্রতিটি সবজিই বাড়তি দামে বিক্রি হচ্ছে।ভোক্তারা জানান,সবজি নিত্যপ্রয়োজনীয়  হওয়ায় দাম কম/বেশী যাই হোক না কেন সকল  ক্রেতাদেরকে বাজারের দিকে ছুটতেই হয়।তাই ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বাজার মনিটরিং এর জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর