বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

ই-পেপার

উল্লাপাড়া দাফন করা কংকাল চুরি 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের একটি কবরস্থান থেকে বিভিন্ন সময়ে মৃত ব্যাক্তির  দাফন করা কংকাল চুরি হয়েছে বলে এলাকার সাধারণ মানুষ সন্দেহ করছেন। সকাল থেকেই এলাকার নানা পেশার লোকজন নগর কয়ড়া , কৃষ্টপুর কয়ড়া ও চরপাড়া (আংশিক) গ্রামের যৌথ কবরস্থানটিতে গিয়ে কবরগুলো দেখছেন। পুলিশ প্রশাসন সেখানে সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছেন।

শুক্রবার (২২ আগস্ট) জুম্মা নামাজ পর সরেজমিনে কবরস্থানটিতে গিয়ে দেখা গেছে বাইরে এলাকার বেশ কিছু সংখ্যক নানা পেশার লোকজন ভিড় জমিয়ে আছে। এদের একাধিকজনকে সাথে নিয়ে কবরস্থানের ভেতরে গিয়ে দেখা গেছে পাশাপাশি দাফন করা সাতটি কবরের মধ্যে ছয়টি কবরের উপরের বাশ, পলিথিনসহ সবকিছু বেশ এলোমেলো ভাবে আছে। সকাল থেকেই এলাকার লোকজন কবরস্থানে এসে কবরগুলো দেখছেন। এরা সন্দেহ করছেন কবরগুলো থেকে কংকাল চুরি হয়েছে।

প্রতিবেদককে কৃষ্টপুর কয়ড়া গ্রামের মো. নজরুল ইসলাম সরকার বলেন ২২ আগস্ট শুক্রবার বাদ ফজর ( সূর্য উঠাকালে) তিনি কবরস্থানে গিয়ে নিজ সন্তানের কবর জিয়ারত করতে গিয়ে দেখেন পাশাপাশি দাফন করা কবরগুলোর বাশ, পলিথিন এলোমেলো দেখা গেছে। তিনি সপ্তাহের প্রতি শুক্রবার কবরস্থানটিতে দাফন নিজ সন্তান রুবেল হোসেনের
কবর জিয়ারত করেন।

গত শুক্রবারে জিয়ারত করতে গিয়ে সবকিছু ঠিকঠাক কবরগুলোর কোনো কিছু এলোমেলো দেখেননি। একই গ্রামের লিটন হোসেন বলেন তিনি কবরস্থানে গিয়ে দেখেছেন তার পিতা হারুনার রশিদের কবরের উপরের সবকিছু এলোমেলো আছে। তিনি মনকার নামের একজনের কবরে উকি দিয়ে দেখেন কবরের ভেতর কংকাল কিংবা কিছুই নেই। এরা দুজনসহ গ্রামগুলোর লোকজন সন্দেহ করছেন কবরগুলো থেকে কংকাল চুরি করে নেওয়া হয়েছে।
এলাকার লোকজন জানান পাশাপাশি দাফন করা কবরগুলোর গত মাস ছয়েক থেকে বছর দুয়েক সময়কালের হবে।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসান দুপুরে সরেজমিনে কবরস্থানে গিয়ে কবরগুলো পরিদর্শন করেছেন। তিনি বলেন পুরো বিষয়টি অনুসন্ধান ও তদন্ত করে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর