গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৬ আগষ্ট) দুপুরের দিকে উপজেলার কেজি মোড়স্থ এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আব্দুস ছামাদ খান।
এসময বক্তব্য রাখেন এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, সহ-সভাপতি মুক্তার হাসান, অর্থ সম্পাদক এম ওয়াহিদুজ্জামান, সদস্য সোহেল রানা,পর্যটন ও মিডিয়া ব্যক্তিত্ব ভুইয়া শাহিন সানি প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা বারবার হামলা, মামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছেন। যা খুবই দুঃখ জনক। সম্প্রতি গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা করেছে সন্ত্রাসীরা। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের পাশাপাশি দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।