সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

উল্লাপাড়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ ৮ ঘন্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু  

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা উল্লাপাড়া আর. এস রেলগেটে ঢাকা -উত্তরবঙ্গ রেল সড়ক অবরোধ করে রেল সড়কের উপর দাড়িয়ে বিক্ষোভ- মিছিল করে । এ অবস্থায় ঢাকা-উত্তরবঙ্গের সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । ঢাকা ও উত্তর-পশ্চিমবঙ্গগামী ৭ টি ট্রেন উল্লাপাড়া রেল স্টেশনের দু’পাশে বিভিন্ন রেল স্টেশনে অবস্থান করিয়ে রাখা হয় । পরে সেনাবাহিনী,  উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ এর অনুরোধে ৮ ঘন্টা পর বেলা তিনটায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ প্রত্যার করে নেয় ।
আজ বুধবার সকাল থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লাপাড়া আর.এস রেলগেটে এসে জড়ো হতে থাকে এবং সকাল সাড়ে ৭ টা থেকে তারা ঢাকা-উত্তর ও পশ্চিমবঙ্গগামী রেল সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে । এ অবস্থায় কোন ট্রেন এ রেল পথে চলাচল করেনি । রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা গামী সিল্কসিটি আন্তঃনগর ট্রেনটি উল্লাপাড়ার মোহনপুর, পাবনার সরৎনগর রেল স্টেশন -চিলাহাটি,পাবনার ভাঙ্গুড়া রেল স্টেশনে-কুড়িগ্রাম এক্সপ্রেস এবং পাবনার চাটমোহর রেল স্টেশনে-চিত্রা আন্তঃনগর ট্রেন দাড় করিয়ে রাখা হয় । অপর দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী ধুমকেতু আন্তঃনগর ট্রেনটি সিরাজগঞ্জের জামতৈল রেল স্টেশন, রংপুর গামী-সিরাজগঞ্জের সায়দাবাদ রেল স্টেশন-রংপুর এক্সপ্রেস আন্তঃনগর এবং টাঙ্গাইলের এব্রাহিমাবাদ রেল স্টেশন পঞ্চগরগামী একতা এক্সপ্রেস দাড় করিয়ে রাখা হয় । অবরোধ চলাকালীন সময়ে  ঘটনা স্থলে এসে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল হাসান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়ার জন্য বুঝানোর চেষ্টা চালায় । পরে  ৮ ঘন্টা পর বেলা তিনটার সময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মডেল থানার অফিসার ইনচার্জ এর অনুরোধে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয় । বর্তমানে ঢাকা ও উত্তর- পশ্চিমবঙ্গগামী সকল ট্রেন চলাচল সাভাবিক হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর