মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

ই-পেপার

ভার্টেক্স ওয়ার্ল্ডে পদোন্নতিসহ এক্সক্লুসিভ কার পেলেন হীরা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ

নাটোরের গুরুদাসপুরের তরুণ উদ্যোক্তা আনিসুর রহমান হীরাকে এক্সক্লুসিভ কার ও বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে অনলাইনে পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ভার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেড। একই সাথে জিএম পদে পদোন্নতি হয়েছে তার।

জানা যায়, গত ২৬ জুলাই ময়মনসিংহের আসপাডা অডিটরিয়ামে কার সেলিব্রেশনের উদ্বোধন করেন ভার্টেক্স ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তোজাম্মেল হক বকুল। এদিন উৎসবমুখর পরিবেশে সেরা পারফর্মারদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করেন তিনি। কোম্পানীর বেস্ট সেলস অ্যাসিভার অ্যাওয়ার্ড পুরস্কার পান টাঙ্গাইলের মো. আব্দুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি এমএম আলী আক্কাছ ও ট্রেইনার আমিনুল ইসলাম হৃদয়।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে পারফর্মারদের সেরার সেরা বিক্রয় প্রতিনিধি হওয়ায় নাটোরের তরুণ উদ্যোক্তা আনিসুর রহমান হীরাকে জিএম পদে পদোন্নতিসহ এক্সক্লুসিভ প্রাইভেট কারের চাবি প্রদান করা হয়। মূহুর্মুহু করতালি ও ফুলেল শুভেচ্ছায় উৎসবমুখর হয়ে ওঠে অডিটরিয়াম। অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ ছিল কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের এককালীন বৃত্তির অর্থ ও সংবর্ধনা প্রদান। পারস্পারিক বন্ধন ও প্রেরণার উৎসবে ভরা ছিল অনুষ্ঠানটি ।

প্রধান অতিথি এমডি তোজাম্মেল হক বকুল বলেন, পণ্য বিক্রির মাধ্যমেও অনলাইন বিজনেস নেটওয়ার্ক গড়ে তোলা যায়- ভার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেড তার প্রকৃষ্ট উদাহরণ। এর বরপুত্র হলেন- দেশসেরা পারফর্মার আনিসুর রহমান হীরা। তার সাফল্যের স্বীকৃতি কর্মীদের মধ্যে সারা জাগিয়েছে। যা কোম্পানির ভবিষ্যত পথ চলায় নতুন দিগন্তের উন্মোচন ঘটাবে।

সংবর্ধিত হীরা বলেন, আমার সাফল্যের বড় অংশীদার আমার স্ত্রী শিউলী বেগম। নানা ধকল সহ্য করেও দুঃসময়ে আমাকে উৎসাহ ও প্রেরণা দিয়েছেন তিনি।

অনুষ্ঠানে ভার্টেক্স এর কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী, দেশের নানা প্রান্ত থেকে আগত বিক্রয় প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভার্টেক্স ওয়ার্ল্ডের এজিএম মজিবুর রহমান মজনু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর