‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে গুরুদাসপুরে হাঙ্গার প্রজেক্টের ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ’ (পিএফজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পৌর সদরের অস্থায়ী কার্যালয়ে পিএফজি’র অ্যাম্বাসেডর অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ওই সভা হয়।
সভায় বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর নাজমুন নাহার নুর, এরিয়া কো-অর্ডিনেটর এসএম শফিকুর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর মো. রোকনুজ্জামান, কো-অর্ডিনেটর একরামুুল হক খোকন, অ্যাম্বাসেডর রোকসানা আক্তার লিপি, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ, গুরুদাসপুর বার্তা’র সম্পাদক প্রভাষক সাজেদুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিএফজি’র অ্যাম্বাসেডর মজিবুর রহমান মজনু।
সভায় আগামী তিনমাসের মধ্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন, বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা, লিফলেট বিতরন, পথনাটকসহ সংঘাত নিরসনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।