সকাল ১০ ঘটিকায় উপজেলার বুড়িরভাগ বিলপাড়া গ্রামে সাবেক কাউন্সিল সাহেব আলীর বাড়ির সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে শিশু লামিয়া (৭) গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় বিসমিল্লাহ হাসপাতালে নেওয়া হয়। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুর আত্মীয় সাবেক কাউন্সিল সাহেব আলী বলেন, আমার বাড়িতে আমার ছেলের বউয়ের বোন বেড়াতে এসেছিল তারা আজ সকালে বাড়িতে যাওয়া জন্য রাস্তায় ভ্যানে উঠার সময় পিছন থেকে অটোরিকশা শিশুটি কে চাপা দিয়ে চলে যায়। অটোরিকশা চালাক পালিয়েছে তাকে চিহ্ন করা যায় নাই। সিসিটিভি ফুটেজ রয়েছে তা দেখে চিহ্ন করা যাবে বলে জানান।
আহত শিশু হলেন, নলডাঙ্গা উপজেলার ধোপাপুকুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
ইতিমধ্যে এই দুর্ঘটনার সিসিটিভির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এতে অনেকেই অটোরিকশা চালাকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং শিশুর জন্য দোয়া করছেন। সিটিজেনরা বলছেন, গাড়ি চালকরা অভিজ্ঞ চালাক না হয়ে রাস্তায় গাড়ি চালান এবং অসচেতন হয়ে বা দ্রুত গতিতে গাড়ি চালায় যার ফলে প্রতিনিয়ত সড়কেআ ঘটছে সড়ক দুর্ঘটনা। এছাড়াও রাস্তায় চলাচল বা যানবাহনে উঠার সময় অভিভাবকদেরও সচেতন হওয়া জরুরি।
শিশুটি আশঙ্কা মুক্ত রয়েছে বলে জানান এবং শিশুটির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।