সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ও বাঘুটিয়া ইউনিয়নের ভিডব্লিউবি উপকারভোগীদের উন্মুক্ত পদ্ধতিতে নির্বচান কার্যক্রম শুরু করা হয়েছে। ২ জুলাই বুধবার উপজেলা যাচাই-বাছাই কমিটি এ কার্মক্রম পরিচালনা করেন। নির্বাচিতরা আগামী দুই বছর প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন।
আজ সকালে উপজেলার বাঘুটিয়া ও ঘোরজান ইউনিয়নে এ কার্যক্রম কমিটির সভাপতি (ইউএনও) ও প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানন পরিদর্শন করেন । বাছাই কার্যক্রমে অংশ নিতে আশা সকালই উপজেলা প্রশাসনকে স্বচ্ছতার প্রত্যাশায় আবেদনকারীরা সন্তোষ প্রকাশ করেছেন।
যাচাই-বাছাই কমিটির অন্যতম সদস্য উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, , যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত অফিসার মো: সোহেল রানা, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, সমবায় অফিসার উজ্জ্বল ভূইয়া, পরিবার পরিকল্পনা অফিসার গিয়াসউদ্দিন, কৃষির শরিফুল ইসলাম, সানোয়ার হোসেন,
ঘোরজান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রমজান আলী, বাঘুটিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সচিব ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, উপকারভোগী বাছাইয়ে সচ্ছতা নিশ্চিত করতে সরকার নির্দেশিত উপজেলা কমিটির কর্মকর্তাগণের মাধ্যমে প্রত্যক্ষ স্বাক্ষাতকারের মাধ্যমে বাছাই কার্মক্রম পরিচলনা করা হচ্ছে। তিনি আরও বলেন, কোন উপকারভোগী যদি তথ্য গোপন, মিথ্যা তথ্য বা অন্যকোন অসদুপায়ে নির্বাচিত হয়, পরবর্তীতে সেটা প্রকাশ্যে এলে সেই উপকারভোগীকে তালিকা থেকে বাদ দেওয়া হবে।
ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলীর ব্যতিক্রম উদ্যোগ নজর কারার মতো দেখে প্রশংসা করেন বলে গণমাধ্যমকে জানান।