সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছে। উপজেলার বড়হর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় জনসাধারণ ও নেতৃবৃন্দের উপস্থিতিতে এক বিশেষ পরিবেশ তৈরি করে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার সংগ্রামী আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক মোঃ শাহজাহান আলী। তিনি এ সময় তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের সামাজিক ও রাজনৈতিক দায়িত্বের অংশ হিসেবে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ উপহার দিতে এই উদ্যোগ অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন , উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস সম্পাদক জনাব মাওঃ আব্দুল বারী ,বড়হর ইউনিয়নের আমীর জনাব মোঃ শাহীন আলম , বড়হর ইউনিয়নের সেক্রেটারী জনাব মোঃ আনোয়ার হোসেন, সিরাজগঞ্জ রোড শাখা ইসলামী ছাত্রশিবিরের মাদ্রাসা সম্পাদক জনাব মোঃ মনিরুল ইসলাম, বড়হর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সভাপতি জনাব মাওলানা আব্দুস সুবহান। এছাড়াও উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জামায়াতের নেতৃবৃন্দ, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—আনিসুর রহমান দানেজ,সামিউল ইসলাম, সিরাজুল ইসলাম, আলম। বক্তারা বলেন, দেশের জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং মানুষের জীবিকা নির্বাহে বৃক্ষের অবদান অপরিসীম। এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হবে। পরবর্তী পর্যায়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে বেশ কিছু চারা রোপণ করা হয় এবং স্থানীয় জনগণকে বৃক্ষ রোপণে উৎসাহিত করতে সচেতনামূলক বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।