মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে শনিবার অভয়নগর উপজেলা আওয়ামীলীগ , উপজেলা পরিষদ ও অন্যান্য সংগঠন কর্তৃক শোক র্যালী, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজনের মাধ্যমে নানা কর্মসূচী পালন করেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল ও সাধারণ সম্পাদক সর্দার ওলিয়ার রহমান এর আয়োজনে শোক র্যালী, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ নওয়াপাড়া পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।
অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ফরিদ জাহাঙ্গীর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধা নিবেদন করেন । এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে অভয়নগর উপজেলা ছাত্রলীগ বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধা নিবেদন করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুন , যুগ্ম আহবায়ক রওশন কবীর টুটুল সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ।