গুরুদাসপুরে তোরসা এ্যাডভান্স কিন্ডারগার্টেন এন্ড কোচিং কেজি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্কলারশিপ অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দিনব্যাপী ওই স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
স্কুলটির পরিচালক মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসআই ফরিদা ইয়াসমিন, উপসহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল, এসআই রিপন কুমার সাহা, অধ্যক্ষ মাহবুবা আক্তার মিতা, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ প্রমূখ।
সবশেষে স্কুলের বৃত্তিপ্রাপ্ত ৪৮ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়। গুরুদাসপুর মডেল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মনোমুগ্ধকর ওই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।