মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :

গুরুদাসপুরে বীজ-সার ও চারা বিতরণ উদ্বোধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ

চলতি খরিফ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গুরুদাসপুরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
মঙ্গলবার সকালে ওই প্রণোদনা বিতরণের সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও তানভীর রানা, কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২০০ জন কৃষককে ৫ কেজি করে ধানবীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য ৬০ জনকে মাথাপিছু ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।

এছাড়া পেঁয়াজ সংরক্ষণের জন্য ১০ জন কৃষককে এয়ারফ্লো মেশিন দেয়া হয়েছে। আবার ৪০ জন কৃষককে ৫টি করে ২০০টি তালবীজ ও ১৩০ জনকে ৫টি করে লেবু চারাসহ জনপ্রতি ১০ কেজি জৈবসার প্রদান করা হয়। ১১০ জন কৃষককে ২৫০ গ্রাম করে ৫ ধরণের সবজি বীজসহ মাথাপিছু ১০ কেজি করে সার দেওয়া হয়।

অপরদিকে স্কুল-কলেজের ১৪০০ শিক্ষার্থীকে ৪টি করে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা প্রদান করা হয়েছে। আর ৩০ জন চাষীকে জনপ্রতি ১৬০ কেজি কন্দ পেঁয়াজ বীজসহ ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এ কর্মসূচির ২৪০ জন কৃষককে ৫টি করে নারিকেল চারা ও ৮০টি প্রতিষ্ঠানে ৫টি করে আমের চারা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর