স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নাটোরের গুরুদাসপুরে লটারির মাধ্যমে দরিদ্র ও দুঃস্থ নারীদের ভিডাব্লিউবি-এর তালিকাভুক্তিকরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদে Vulnerable Women’s Benefit (VWB)-এর ওই কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামণি পারভীন, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, ইউপি সদস্য, উপকারভোগী নারীরা ছাড়াও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
নাজিরপুরে ১ হাজার ৪৪২ জন দুস্থ নারী অনলাইনে আবেদন করেন। তাদের মধ্যে লটারিতে বিজয়ী হন ৪৩৫ জন। অনুরুপভাবে বিকেলে উপজেলার চাপিলা ইউনিয়নে ১ হাজার ১৫০ জন আবেদনকারী নারীর মধ্যে লটারির মাধ্যমে ৪৩২ জন বিজয়ী হন। চাপিলা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, ইউপি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে ৬ হাজার ২১৮ জন দুস্থ নারী ভিডাব্লিউবি কার্ডের আবেদন করে। তাদের মধ্যে ২ হাজার ৫৪২ জনকে যাচাইবাছাই শেষে কার্ড প্রদান করা হবে। কার্ড প্রতি ৩০ কেজি করে চাল দেয়া হবে ৩০ মাস পর্যন্ত।