নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বাশঁহাটি টার্গেট ফাইন গার্মেন্টস শ্রমিকদেরকে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী তথা জাতীয় শোক দিবসেও কাজ করানো হয়েছে। শুধু তাই নয় উক্ত গামেন্টস ফ্যাক্টরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও শ্রমিক হয়রানির অভিযোগ রয়েছে। গতকিছু দিন পূর্বেও শ্রমিকরা বিভিন্ন অনিয়ম দূর্নীতির কারনে মিছিল সহ নান্দাইল চৌরাস্তায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিল। শ্রমিকদেরকে জাতীয় শোক দিবসেও কোন ছুটি প্রদান না করে তাদের দিয়ে বাধ্যতামূলক ও প্রলোভন দেখিয়ে ফ্যাক্টরীর কার্যক্রম চালিয়েছেন ফ্যাক্টরীর মালিক ও পরিচালনা পরিষদ। যেখানে সারাদেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কলকারখানাগুলোতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে, অথচ বাশঁহাটি টার্গেট ফাইন গার্মেনস্ট ফ্যাক্টরীতে এর বিপরীত দেখাগেছে।
জাতীয় শোক দিবস পালনের অনুষ্ঠানতো দুরের কথা কোন স্মৃতিচিহ্নই রাখে নাই। বরং শ্রমিকদেরকে জাতীয় শোক দিবস পালনের জন্য কোন ধরনের ছুটি প্রদান করে নাই। এতে করে সর্ব মহলে জাতীয় কর্মসূচীর বিপরীত পন্থি বলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। শনিবার চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজিত শোক দিবস পালন অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে নান্দাইল প্রেসকাবের সাধারন সম্পাদক এনামুল হক বাবুল ও সাংবাদিক সমিতি নান্দাইল শাখার সভাপতি এবি সিদ্দিক খসরু সহ বেশ কয়েকজন সাংবাদিক উক্ত গার্মেন্টস ফ্যাক্টরী চালু অবস্থায় দেখতে পেয়েছেন এবং শ্রমিকরা কাজ করতে দেখা গেছে। এ সময় গার্মেন্টসের ব্যাবস্থাপনা পরিচালক আজহারুল হক মঞ্জুর সেলফোনে একাধিকবার কল করেও বিষয়টি জানার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
পরে স্থানীয় পরিচালক মামুন ভূইয়ার সেলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “জরুরী শিফটম্যান থাকায় জাতীয় শোক দিবসে শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়েছে।” চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মো. আব্দুল কাদির জাতীয় শোক দিবসে ফ্যাক্টরীতে শ্রমিকদের কাজ করানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের মাধ্যমে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিনকে অবহিত করা হলে তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে জানান।