আজ কতদিন হল দেখি না তোমায়
তোমাকে না দেখিতে না দেখিতে,
আজ আমার মনটা বড় অসহায়।
কত স্মৃতি রয়ে গেছে তোমাতে
তোমার ছোঁয়া নাই বলে আজ
বড় একা লাগে নিজেকে।
কতই না সুন্দর ছিল তোমার
ভিতরের পরিবেশ,
আজ বাহিরে ঘুরে ঘুরে আমি
হয়ে গেছি নিঃশেষ।
আমি আশায় আছি
কবে মিলবে তোমার দেখা।
সেদিনই আমার ভেতরের সত্তা
উঠবে জেগে আবার।
স্মৃতি জড়ানো সেই দিনগুলো
আজ আর যায় না ভোলা,
তাই তোমায় নিয়ে ভাবনা আমার
সকাল দুপুর বেলা।
আল্লাহর কাছে করি দোয়ার দরখাস্ত,
তিনি যেন মোর দোয়া করে নেন বরখাস্ত।
অতি শীঘ্রই যেন তোমার সাথে
হয় মোর মিলন,
দুজন মিলে করবো সারাক্ষণ,
দ্বীনের আলাপন,
দ্বীনের আলো ছড়িয়ে দিব,
সারা বিশ্বজুড়ে,
তাই তোমায় নিয়ে কবিতা লিখি
(প্রিয় জামিয়া)একটু একটু করে।