মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
রুহিয়া থানায় ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকি জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ আগষ্ট সন্ধায় রুহিয়া থানা পুলিশের আয়োজনে রুহিয়া থানা প্রাঙ্গণে জাতীয় শোক দিবসের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া করা হয়।এর আগে মাদ্রাসার ছাত্রদের দিয়ে কোরআন খতম করানো হয়। পরে তোবারক বিতরণ করা হয়। এসময় রুহিয়া থানার অফিসার ইনচার্জ ওসি চিত্তরঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে থানার সকল এসআই, এএসআইসহ পুলিশ সদস্য ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।