পাবনা জেলা বিএনপির সদস্য সচিব ও পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের বাসায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১ টার দিকে ভাঙ্গুড়া উপজেলা, পৌর ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শরৎনগর বাজারের বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজার সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজীজ, যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম বরাত, আলতাব হোসেন খান, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম হুমায়ূন কবির প্রমুখ।
বক্তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিদিনের মতো গত সোমবার (৫ মে) রাতেও পাবনা জেলা শহরের রাখবপুর এলাকায় মাসুদ খন্দকারের বাড়িতে দলীয় আলোচনা চলছিল। হঠাৎ ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে বাড়ির ভেতর ও বাইরে উপস্থিত নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে মারধর এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে নেতা-কর্মীরা পাল্টা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।