শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

ই-পেপার

হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির সভাপতিকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান

গৌর ব্যনার্জী, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৫ মে, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ

পাবনার চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় মোঃ আব্দুল হান্নান খোকনকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৫ মে) সকাল ১০টায় হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ওই বিদ্যালয় হল রুমে এডহক কমিটিতে মনোনীত সভাপতি মোঃ আব্দুল হান্নান খোকন সহ অভিভাবক সদস্য মোঃ আবু ছালেক, শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ নজরুল ইসলাম ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ওই কমিটির সদস্য সচিব মোঃ মোজাহার আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোলাইমান হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ সফিউল ইসলাম, একাডেমি সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম, হান্ডিয়াল ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আকবর আলী, বিএনপি হান্ডিয়াল শাখার সাবেক সভাপতি মোঃ আবু হানিফ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, মোঃ ছহির উদ্দিন স্বপন, মোঃ আব্দুল খালেক, এম এ সামাদ বিএম কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম হেলাল, পাকপাড়া আলিম মাদ্রসার অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, মুনিয়াদিঘী কৃষি কলেজেলে পরিচালক মোঃ রফিকুল ইসলাম রনি, হান্ডিয়াল বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ ছাইদুর রহমান, বিএনপি নেতা মোঃ সোহেল রানা, হান্ডিয়াল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা জয় প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিক্ষক মন্ডলীগন তাদের বক্তব্যে বলেন- একজন শিক্ষানুরাগী ব্যাক্তিকে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হিসাবে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করি এ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নতুন সভাপতি ও কমিটির সকল সদস্য বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

বিদ্যালয়ের নতুন কমিটির সভাপতি মোঃ আব্দুল হান্নান খোকন বলেন, আমি বিদ্যালয়ের কোন সমস্যা থাকলে তা সমাধানের মাধ্যমে গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবো। আমি আমার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়ের সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়টিকে উপজেলার একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করবো।

সংবর্ধণা অনুষ্ঠানের মাঝে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে স্কুল বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ সহ বিদ্যালয়ের নতুন সভাপতির পক্ষথেকে সকল ছাত্র ছাত্রীদের উপহার দেওয়া হয়।

এ সময় এলাকার সুধিমন্ডলী, সাংবাদিক, স্কুলের শিক্ষক, শিক্ষিকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবু সাঈদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর