রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়া হাতে-কলমে কৃষকদের আধুনিক প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১০:১২ অপরাহ্ণ

আটঘরিয়া উপজেলায় কৃষকের আধুনিক প্রযুক্তি বিষয়ক জ্ঞান বৃদ্ধি এবং ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পার্টনার ফিল্ড স্কুলে কৃষি বিভাগের প্রশিক্ষিত কর্মকর্তাদের মাধ্যমে কৃষকের মাঠেই পরিচালিত হচ্ছে স্কুল।
হাতে-কলমে কৃষকদের কৃষির আধুনিক প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা অর্জন করছে আটঘরিয়ার কৃষক।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই স্কুল গুলো পরিচালিত হচ্ছে।
উপজেলার  কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রত্যেকটি ইউনিয়নে এই প্রকল্প শুরু হয়েছে। বর্তমানে বোরো ধানের জন্য ডেংগারগ্রাম ও গোড়ুরী গ্রামে পার্টনার ফিল্ড স্কুল চলমান রয়েছে।
প্রতিটি স্কুলে ২৫ জন করে কৃষক কৃষানীকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে কমপক্ষে ৩০%  কৃষাণী। প্রতিটি স্কুলে ১০ দিন করে প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণে কৃষকদের দক্ষতা বৃদ্ধির পাশপাশি উপজেলায় কৃষি উৎপাদনে ব্যপক প্রভাব ফেলেছে বলে জানা গেছে।
পৌরসভার কৃষক আমিরুল ইসলাম বলেন, আগে আমরা সনাতন পদ্ধতিতে জমিতে ফসল  আবাদ করতাম। এই প্রশিক্ষণ পাওয়ার পর আমরা স্মার্ট কৃষকে পরিনত হয়েছি।
আমরা এখন কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে অধিক ফসলের উৎপাদন করতে সক্ষম হয়েছি।
এবিষয়ে উপজেলা কৃষি অফিসার মোঃ সজীব আল মারুফ জানান, কৃষকদের প্রযুক্তগত স্মাট কৃষকে পরিণত করা, ফসলও জমির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ফসলের নিবিড়তা বৃদ্ধি, উত্তম কৃষি চর্চা এবং জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি সম্প্রসারণ করার লক্ষ্যে  চলতি মৌসুমে ৬ টি পার্টনার ফিল্ড স্কুল চলমান রয়েছে। প্রশিক্ষণ শেষে কৃষাণ কৃষাণীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর