সিরাজগঞ্জের চৌহালীতে বাঘুটিয়া ইউনিয়নে ভুতের মোর যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক মিরাজুল ইসলাম (২২)এর মরদেহ ৪০ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর নৌকা ঘাট সংলগ্ন যমুনা নদী থেকে লাশ উদ্ধার করে জেলেরা পরিবারের কাছে হস্তান্তর করেছে। মিরাজুল চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আনোয়ার হোসেনের ছেলে।
মিরাজুলের কাকা বাবু মিয়া এ প্রতিবেদককে জানান, রোববার (৬ এপ্রিল) বিকেলের দিকে চরসলিমাবাদ (ভূতের মোড়) এলাকা সংলগ্ন যমুনা নদীতে বোনদের সাথে গোসলে নামে তবে সবার অগোচরে নদীর স্রোতের সাথে ভেসে যায় মিরাজুল। পরবর্তীতে জাল ও নৌকা দিয়ে অনেক খুঁজাখুঁজি করে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। সোমবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে উদ্ধার করতে না পেরে ফিরে যান তারা। আজ মঙ্গলবার সকালে কয়েকজন জেলে নদীতে লাশ ভাসতে দেখে আমাদের খবর দিলে আমরা নৌকা নিয়ে নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর নৌকা ঘাট থেকে লাশ নিয়ে আসি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।