রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় ১৫আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগ কার্যালয়ে শনিবার সকাল আটটায় জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষকলীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, কালো ব্যাজ ধারন শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমের সামনে সকাল নয়টায় জাতীয় ও শোক পতাকা উত্তোলন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। আলোচনা সভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার বাদ যোহর আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ১৫আগষ্ট জাতির পিতাসহ জাতীয় শোক দিবসে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার পাঁচটি ইউনিয়নের জুম্মা নামাজ আদায়কারী সকল মসজিদে জাতীয় শোক দিবসে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে সকাল ১১টায় উপজেলা হাসপাতালের সন্মেলন কক্ষে হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বাদ যোহর হাসপাতাল জামে মসজিদে জাতির পিতাসহ সকল শহীদদেরে রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। অন্যদিকে গৈলা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবসে অনুরুপ কর্মসূচি পালিত হয়েছে।