মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :

নাটোরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ

নাটোরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে রবিবার (১৬ মার্চ)  সকাল ১১ টায় পুরাতন নাটোর প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন ও পথসভায় টিআইবির দাবি সমূহ উপস্থাপন করেন সনাক সহ-সভাপতি শিবলী সাদিক।
সনাক সভাপতি রেজাউল করিম রেজা বলেন, আমরা সকলেই লক্ষ্য করছি  নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতন উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা মনে করি আইনের শাসনের যথাযথ বাস্তবায়নের অভাবই নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতনের জন্য দায়ী। আমাদের দেশে আইন রয়েছে কিন্তু আইনের প্রয়োগ নেই। আমাদের বিচার ব্যবস্থায় রয়েছে নানামুখী দীর্ঘসূত্রিতা। আজকে দেশে আওয়াজ উঠেছে নারী ও শিশুনির্যাতন প্রতিরোধে নতুন আইন প্রণয়নের। কিন্তু কোন-কোন মহল বিষয়টি নিয়ে বিভ্রান্তী তৈরি করার চেষ্টা করছেন। আমাদের নারী-পুরুষ সকলের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্র প্রস্তুত করতে হবে।
সনাক সদস্য আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সময়ে নারী ও কন্যাশিশুর প্রতি ক্রমবর্ধমান নৃংশসতা আমাদের হৃদয়ে চরম আঘাত করেছে। নরী নির্যাতনকে আমরা সকলে ঘৃণা করি। আমরা আর নারী নির্যাতন দেখতে চাই না। তিনি সবাইকে একসাথে আইনের শাসন প্রতিষ্ঠা করার আহবান জানান।
টিআইবি নাটোরের এরিয়া কো-অর্ডিনেটর শফিউল ইসলাম বলেন,সম্প্রতি দেশে নারী ও কন্যাশিশু নির্যাতন ও ধর্ষণ উল্লেখ যোগ্যহারে বেড়ে গেছে। ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে,শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্রই সহিংসতার ভয়াবহ শিকার হচ্ছেন কন্যাশিশুসহ সকল বয়সী নারী। নৃংশসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় সারা দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতায় দেশবাসী আতঙ্কগ্রস্থ সময় অতিবাহিত করছে। সবাই মিলেমিশে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে নাটোরের শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুশীলসমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর