মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :

গুরুদাসপুরে ছাত্রী ধর্ষণকারী শিক্ষকের জামিন বাতিল চেয়ে বিচার দাবি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ

নাটোরের গুরুদাসপুরে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদের জামিন বাতিল চেয়ে দ্রুত রায় প্রদানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। ফিরোজ বাহিনী কর্তৃক মারপিট, হামলা, হুমকিসহ নানা অপতৎপরতার প্রতিবাদে বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার মামুদপুর গ্রামের প্রধান সড়কে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে ওই দাবি জানান এলাকাবাসী।

মানববন্ধনে ধর্ষিত ছাত্রীর বাবা সাইফুল ইসলাম, আব্দুল আলীম, আব্দুর রশিদ, কছিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। তারা বলেন, ২০২২ সালের ১ অক্টোবর সকালে এসএসসির ব্যবহারিক পরীক্ষা দেওয়ার পর ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ। ওই ছাত্রীর মা ঘটনার দিন রাতেই গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে গ্রেপ্তার হন ফিরোজ। কিন্তু ফিরোজ জামিনে এসে মামলা তুলে নিতে বাদীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আবার হয়রানী করতে তাদের বিরুদ্ধে পাল্টা মামলাও করেছেন ফিরোজ।

অভিযোগ অস্বীকার করে ফিরোজ বলেন, “নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলীর দোসর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাইফুল ইসলাম। আইয়ুবের কুপরামর্শেই সাইফুল আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। ইতিমধ্যে ধর্ষণের অভিযোগটি বিজ্ঞ আদালতে খারিজ হয়ে গেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর