মোঃ দুলাল হক, ঠাকুরগাঁও সংবাদদাতা :
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রনকারী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য দবিরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া গিন্নীদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে রুহিয়া পুকুর সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।এর আগে তাকে গার্ড অব অর্নার প্রদান করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি চৌকষ দল ।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল -মামুন।এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুবোধ চন্দ্র রায় সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার রাত ৮টায় মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম মধুপুর গ্রামের নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন (ইন্না—-রাজেউন)।