পাবনার ভাঙ্গুড়ায় নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১:২০ মিনিটে ভাঙ্গুড়া পৌর এলাকার বড়ালব্রিজ স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত যুবকের পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলে যানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার ওসি মো: শফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-রাজশাহী রেলপথের ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনের বড়ালব্রিজের পশ্চিম পাশে সকাল ১১:২০ মিনিটের দিকে স্থানীয়রা অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ এসে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে জানালে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান এনটিভি মাল্টিমিডিয়াকে বলেন বলেন, ঘটনা স্থানে অফিসার পাঠিয়েছি। লাশ সিরাজগঞ্জ জিআরপি থানায় নিয়ে আসা হচ্ছে। অজ্ঞাতনামা যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।