বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে বন্যায় ৩টি বসত বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ৭:০১ অপরাহ্ণ

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:

বন্যার পানি কমার সাথে সাথে  বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙ্গন । ভাঙ্গনের কবলে পড়েছে অনেক পরিবার। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের দক্ষিণপাড়ায় বন্যায় ৩টি বসত বাড়ির ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙ্গে গেছে বেকড়া ও সলিমাবাদ পাকা রাস্তার ব্রীজের উত্তর ও দক্ষিণ পাশের ঠান্ডু মিয়া, বদরুজ্জামান ও সাবেক ইউপি সদস্য মো. কামাল মিয়ার বসত বাড়ী।

নোয়াই নদীর শাখা (খাল) গয়হাটা শান্তি নগর হয়ে বেকড়া উল্লেখিত ব্রীজের নিচ দিয়ে মুশুরিয়ার দিকে প্রবাহিত হয়েছে। বন্যায় এই খালের পানির প্রবল ¯্রােতে বসত বাড়ির ভিটে পাকা ঘরসহ বহু গাছপালা বিলিন হয়ে যাওয়ায় নি:স্ব হয়ে পড়েছে  ৩টি পরিবার । ভাংঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে দীর্ঘদিনের বাপ দাদার ভিটেবাড়ি। ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসন কোন উদ্যোগ নেয়নি বলে জানিয়েছেন ওই ক্ষতিগ্রস্থ ৩টি পরিবার।

ক্ষতিগ্রস্থ ঠান্ডু মিয়া ও কাউছার মিয়া জানান, আমাদের এখান থেকে পশ্চিমে খালের উপর একটি কালভাটের মুখ বন্ধ থাকায় বন্যার পানি বেরিয়ে যেতে না পাড়ার ফলে এখানে পাকের সৃষ্টি হয়ে মুহুর্তের মধ্যে ভাঙ্গনের শুরু হয়।

ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন জানান, ভাঙ্গনের খবর পেয়ে ঘটনা স্থলে যাই এবং ঐ ৩টি বাড়ি পরিদর্শন করি।  ভাঙ্গনের ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত ভাবে জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com