মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :

অভয়নগরে ট্রেনের সাথে সার বোঝাই ট্রাকের সংঘর্ষ, দুমড়েমুচড়ে গেল ট্রাক

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ হয়েছে। রোববার রাত সাড়ে ১০ টার দিকে নওয়াপাড়া ভৈরব ব্রীজ সংলগ্ন রেল ক্রসিং এর পরে এ ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুঘর্টনা কবলিত ট্রাকটি (কুষ্টিয়া -ট- ১১-২৪৬০) নওয়াপাড়া বড় বাড়ি ঘাট হতে সরকারি বিএডিসির ডিএপি সার বোঝাই করে রেলক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক সময় চেষ্টা করেও ট্রাকটি আর সচল করা যায়নি। কিছু সময়ের মধ্যেই খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। এমন সময় কিছুই করতে না পেরে ট্রাকের হেলপার ও ড্রাইভার নিরাপদ দূরুত্বে সরে যান। এক পর্যায় ট্রেনটি এসে সরাসরি ট্রাকে ধাক্কা দেয়। এসময় ট্রাকটি ছিটকে রেল লাইন থেকে সরে পাশের একটি খাদে পড়ে দুমড়ে মুচরে যায়। ট্রেনের ইঞ্জিনেরও বেশ কয়েক জায়গায় ক্ষতি হয়। তবে, লাইনচ্যুৎ না হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় বলে মন্তব্য করেন স্থানীয় ও রেল সংশ্লিষ্টরা। পরে কর্তব্যরতরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে ফের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে, সংঘর্ষের সময় বিকট শব্দ হয়। এতে আতংকিত হয়ে পড়ে স্থানীয়রা। যাত্রীরাও ভীত হয়ে পড়েন। ঘটনাস্থলে হাজির হয় রেলওয়ে পুলিশ, থানা পুলিশসহ সংশ্লিষ্টরা। এ বিষয়ে নওয়াপাড়া স্টেশন মাস্টার মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে রেলযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। আর এব্যাপারে জি আর পি থানায় একটি মামলা হয়েছে বলে জানতে পেরেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর