চলনবিলের আলো ভাঙ্গুড়া অফিস:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী অনাস কলেজ মাঠে ঘাসের চাষ করেছে কতৃপক্ষ। ঐতিহ্যবাহি এই কলেজটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই কলেজ মাঠে প্রতিদিন বিকেলে স্থানীয় কিশোর,যুবক ও ছাত্ররা খেলাদুলা করতো। কিন্তু করোনা ভাইরাসের প্রদূর্ভাবের কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে এ মাঠে ঘুরি উড়ানোর প্রতিযোগিতাসহ বিভিন্ন উপায়ে মানুষ সময় পার করতো।
কিন্তু ঘাস চাষ করার ফলে বিকেলে কলেজ এলাকার দোকান পাটে স্থানীদের আড্ডা দিতে দেখা যায়। সারাদেশেরে ন্যায় ২০১৯ সালে এ কলেজটি সরকারি করণের ঘোষনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । কলেজের প্রাচীর ঘেরা বিশাল মাঠে ঘাসের চাষ করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
বুধবার সরেজমিন সরকারি কলেজে গিয়ে দেখা যায়, প্রচীর ঘেরা প্রায় ২ একর মাঠ জুড়ে মাসকলাই ঘাস। মাঠের এক পাশে ২০/২৫ টি গরু বেঁধে ঘাস খাওয়ানো হচ্ছে। জানা গেছে, খামারিদের কাছে এই ঘাস কলেজ কর্তৃপক্ষ ৩০ হাজার টাকায় বিক্রি করেছেন।
এ বিষয়ে সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান বলেন, করোনভাইাসের কারণে কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রাখতে চতুর্থ শ্রেণির কর্মচারিরা ঘাসের চাষ করেছেন।
কলেজের সভাপতি ও ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বলেন, কলেজ মাঠে ঘাস চাষের বিষয়ে তিনি অবগত নন। তবে বিষয়টি নিয়ে অধ্যক্ষের সাথে কথা বলবেন বলে জানান তিনি।