সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ভাঙ্গুড়ায় ধর্ষণের পর হত্যা, ৫ মাস পরে কিশোরী লাস উদ্ধার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ১১:১০ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতের নির্দেশে কবর থেকে সানজিদা খাতুন শিফা (১৬) নামে এক কিশোরীর মরদেহ উত্তোলন করা হয়েছে।

বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া খাঁপাড়া কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজীর উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।

সেখানে গিয়ে জানা যায় , সানজিদার পিতা শফিকুল ইসলাম তার মেয়েকে ধর্ষণ ও হত্যার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক ভাঙ্গুড়া থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন। পরে ভাঙ্গুড়া থানা মামলাটি নথিভুক্ত করে।

সেই মামলা তদন্তের অংশ হিসেবে মরদেহটি উত্তোলন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত প্রধান আসামি নিরব জেলহাজতে রয়েছেন এবং তিন নাম্বার আসামি মাহফুজ ১ মাস জেলহাজতে থাকার পরে ছাড়া পেয়েছেন আর বাকি দুজন এখনো পলাতক রয়েছেন।

ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই নুরহাজান বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের উপর বিত্তি করে আইনি প্রক্রিয়া ব্যাবস্থা গ্রহন করা হয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর